নিজস্ব সংবাদদাতা ॥ সর্বগ্রাসী দূর্নীতি ও সর্বনাশা অপশাসনের বিরুদ্ধে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃস্থাপনের দাবীতে আঠারো দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিলির অংশ হিসেবে বরিশালেও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বরিশাল জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সহ ১৮ দল এই পথসভা করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড মজিবর রহমান সরোয়ার এমপি, জামাতের মহানগর আমীর এ্যাড মুয়াজ্জম হোসেন হেলাল সহ জোট নেতাকর্মীরা। সভায় বক্তরা বলেন, সরকার গুম হত্যা সহ প্রকাশ্যে মানুষ খুন করছে। যার রেশ বরিশালেও এসে পরেছে। রাতের অন্ধকারে বরিশাল শেবাচিমের ছাত্রীনিবাসে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তারও কোন বিচার করা সম্ভব হচ্ছেনা ক্ষমতাসীনদের হস্তক্ষেপের কারনে। পরে তত্তাবধায়ক সরকারের দাবীতে নগরীর বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরন করেন এমপি সরোয়ার। এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার, যুবলীগ নেতা কামরুল হাসান রতন, ছাত্রলীগ নেত্রী আফরোজা খানম নাছরিন সহ অনেকে।