গৌরনদীতে আদালতকে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে পাকা ভবন নির্মান

দেলোয়ার সেরনিয়াবাত ॥ আদালতের নির্দেশকে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামে জোরপূর্বক জমি দখল করে পাকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

টরকী বন্দরের ব্যবসায়ী জলিল হাওলাদার অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মতলেব হাওলাদার ও সোহেল হাওলাদার গত এক সপ্তাহ পূর্বে টরকীরচর মৌজার ক্রয়কৃত তার ভোগ দখলীয় ২৩ শতক সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মানের কাজ শুরু করেন। এসময় তিনি প্রভাবশালীদের বাঁধা দিতে গেলে প্রভাবশালীরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জলিল হাওলাদার আদালতের স্মরনাপন্ন হলে ওই সম্পত্তির ওপর আদালত আগামী ১১ ফেব্র“য়ারি পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। গৌরনদী থানা পুলিশ আদালতের স্থিতি অবস্থা জারি করার পরেও প্রভাবশালীরা আদালতকে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে তাদের নির্মান কাজ অব্যাহত রেখেছেন।