Menu Close

আগৈলঝাড়ার দু’দলিল লেখককে বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা ॥ জাল জালিয়াতির মাধ্যমে প্রতারনা করে দলিল লেখার অপরাধে বরিশালের আগৈলঝাড়ায় পিতা-পুত্র দু’দলিল লেখককে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, দলিল লেখক আলমগীর হোসেন হাওলাদার ও তার পুত্র আসাদুজ্জামান দীর্ঘদিন থেকে জাল জালিয়াতির মাধ্যমে দলিলের কাগজপত্র সম্পাদন করে আসছে। গতকাল বৃহস্পতিবার তারা ভূয়া কাগজপত্রের মাধ্যমে উজিরপুর উপজেলার পটিবাড়ি গ্রামের আঃ ছাত্তার পাইকের স্ত্রী গোলাপী বেগমের সম্পত্তি আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হালিম মিয়ার স্ত্রী দুলালী বেগমের নামে দলিল রেজিস্ট্রি করার জন্য সাব-রেজিস্টারের কাছে জমা দেন। বিষয়টি সাব-রেজিস্টার মশিউর রহমানের সন্দেহ হলে তিনি তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তাদের জালজালিয়াতি প্রকাশ পেয়ে যায়। পরবর্তীতে সাব রেজিষ্টার প্রতারক পিতা ও পুত্রকে দলিল লেখা থেকে বরখাস্ত করেন।

Related Posts