নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ীদের হামলায় দু’ডিবি পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি রাতে নগরীর রুপাতলীর নতুনপাড়া আবাসিক এলাকায়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেট্রোডিবি পুলিশের একটি দল রুপাতলীর নতুনপাড়া আবাসিক এলাকার একটি বাসায় ওইদিন রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও ২০ হাজার ২’শ টাকাসহ মামুন মুন্সি নামের এক ব্যক্তিকে আটক করে। এ খবর স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন মোল্লা জানতে পেরে তার বোন লিপি, বোনজামাতা বাচ্চু, তাদের সহযোগী জাকির মোল্লা, মামুনসহ ৮/১০ জনে একত্রিত হয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। হামলায় ডিবি পুলিশের এএসআই মনির ও কনষ্টবল সাইদ গুরুতর জখম হয়। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অভিযান চালিয়ে মামুন, লিপি, বাচ্চু ও জাকিরকে গ্রেফতার করে।