বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে চট্টগ্রামের অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা চট্টগ্রাম থেকে অপহরনের ৫দিন পর সাকিবুল সাহান নামের দেড় বছরের এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে ডালিয়া বেগম (৩০) নামের এক অপহরনকারীকে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি চট্টগ্রাম নগরীর বন্দর থানা সংলগ্ন আলমের বাড়ি থেকে সাকিবুল হাসান (১ বছর ৬ মাস) নামের এক শিশুকে অপহরন করা হয়। এ ঘটনায় অপহৃতের পিতা মোঃ ইলিয়াছ আলী র‌্যাব-৭ এর অধিনায়ক বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লে¬খিত সন্দেহমূলক অপহরণকারীর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ীয়ায় হওয়ায় র‌্যাব-৭ থেকে অভিযোগটি র‌্যাব-৮ এ প্রেরন করা হয়। অভিযোগের পর ওই এলাকায় র‌্যাব-৮ এর  গোয়েন্দা বিভাগের সদস্যরা কার্যক্রম বৃদ্ধি করে। এরইমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর একটি বিশেষ টহল দল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার হলতা গ্রামের ফজলে হাওলাদারের কন্যা ডালিয়া বেগমকে (৩০) আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে শিশু সাকিবুল হাসানকে অপহরনের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে ফজলে হাওলাদারের ঘর থেকে অপহৃতা শিশু সাকিবুল হাসানকে উদ্ধার করা হয়।