Menu Close

বরিশালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাহফিল

নিজস্ব সংবাদদাতা ॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারি বরিশালে পবিত্র ঈদেমিলাদুন্নবী পালিত হয়েছে। গৌরনদী বাসষ্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে ওইদিন সন্ধ্যায় হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন আদর্শ ও তাৎপর্য নিয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ জাকির হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডাঃ মোঃ শাহজাহান, সহসম্পাদক আবু জাফর শরীফ, সদস্য শেখ মাহমুদুল হাসান হেলাল, সাইফুল ইসলাম, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মোঃ আলাউদ্দিন, শরীফ আমিরুল ইসলাম, মাজারুল ইসলাম, আউয়াল শরীফ প্রমূখ। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ ইসমাইল হোসেন।

Related Posts