নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি এলাকা থেকে গত ২৪ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য পান্নু মৃধাকে ৪০) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পান্নু মৃধা গৌরনদীর ফেন্সি সম্রাট ও বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য সদ্য গ্রেফতার হওয়া নান্নু মৃধার বড় ভাই। সম্প্রতি পুলিশ নান্নু মৃধাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পরে তার ভাই পান্নু মৃধা ব্যবসার দায়িত্বভার গ্রহন করেন। গত ২৪ জানুয়ারি রাতে গৌরনদী থানার এস.আই স্বপন পান্নুর বাড়িতে অভিযান চালিয়ে চার বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ব্যপারে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত পান্নুকে গত ২৫ জানুয়ারি সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।