নিজস্ব সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালকে অবৈধ দাবি করে তা বাতিল করে জামায়াতের কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল সোমবার সকালে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা দেশকে অচল করে দেয়ারও হুমকি দিয়েছে।
সকাল সাড়ে নয়টায় নগরীর বগুড়া রোডের শ্রী চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করে সরকারি বালিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শিবির কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। অনুষ্ঠিত সমাবেশে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান তার বক্তব্যে বলেন, অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি দেয়া না হলে দেশ অচল করে দেয়া হবে। মিছিল ও সমাবেশ শেষে শিবির কর্মীরা তাদের মিছিলে ব্যবহৃত ‘মহানগর ছাত্রশিবির’ লেখা নিজেদের ব্যানারটি নিজেরাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে।