বাবুগঞ্জে মুক্তিযোদ্ধার জমি দখল করে ঘর নির্মান

নিজস্ব সংবাদদাতা ॥ শালিস বৈঠককে অমান্য ও থানা পুলিশের বাঁধাকে উপেক্ষা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আজাহার আলী খানের সম্পত্তি জবর দখল করে প্রভাবশালীরা ঘর নির্মান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মুক্তিযোদ্ধা মরহুম আজাহার আলীর স্ত্রী হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, তার স্বামীর রেখে যাওয়া জমি একই এলাকার ওহাব আলীর পুত্র প্রভাবশালী আলমগীর হোসেন ও তার সহযোগীরা পাল্টাপাল্টির নাম করে দীর্ঘদিন থেকে জবরদখল করার জন্য নানামুখী ষড়যন্ত্র করে আসছে। এরইমধ্যে গত রবিবার সকালে প্রভাবশালীরা তাদের সম্পত্তিতে জোরপূর্বক বসতঘর নির্মানের কাজ শুরু করেন। এ ঘটনায় হোসনেয়ারা বেগম ওইদিনই বাবুগঞ্জ থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন। বিষয়টি স্থানীয়ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয়া সত্বেও প্রভাবশালী আলমগীর হোসেন ও লাভলু গংরা শালিশ বৈঠককে অমান্য ও পুলিশের বাঁধাকে উপেক্ষা করে গতকাল মঙ্গলবার থেকে পূর্ণরায় বসত ঘর নির্মানের কাজ অব্যাহত রেখেছে। প্রভাবশালীদের বাঁধা দিতে গেলে তারা মুক্তিযোদ্ধার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আজাহার আলী খানের পরিবারের সদস্যরা প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।