নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ৬৩ হাজার ৬’শ ৫৮ জন শিক্ষার্থী। বোর্ডের অধীন ৯৮টি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে ৭২ সদস্য বিশিষ্ট ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ১৫৫ জন ছাত্রী এবং ৩১ হাজার ৫০৩ জন ছাত্র। এরমধ্যে গত বছরের ৭৭ টি পরীক্ষা কেন্দ্রেরস্থলে এবার আরো ২১টি নতুন কেন্দ্র বাড়ানো হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ৩৬ টি কেন্দ্রে ২২ হাজার ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২৫২ জন, মানবিক বিভাগে ৭ হাজার ৫৭৭ জন এবং বানিজ্য বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করবে ১১ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। একইভাবে পটুয়াখালী জেলার ১৭ টি কেন্দ্রে ১১ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৮০৩ জন, মানবিক বিভাগে ৫ হাজার ২৬৮ জন এবং বানিজ্য বিভাগে ৩ হাজার ১৭০ জন। বরগুনা জেলার ১১টি কেন্দ্রের ৬ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ১২৫ জন, মানবিকে ৩ হাজার ২ জন এবং বানিজ্য বিভাগে ২ হাজার ৫২৭ জন। পিরোজপুর জেলার ১৪টি কেন্দ্রে ৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩২৯ জন, মানবিকে ৩ হাজার ৮২৩ জন এবং বানিজ্য বিভাগে ৩ হাজার ৮১৬ জন। ভোলা জেলার ১১টি কেন্দ্রের ৮ হাজার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৯৯৪ জন, মানবিকে ৩ হাজার ২৭৪ জন এবং বানিজ্য বিভাগে পরীক্ষার্থী ২ হাজার ৭৭০ জন। ঝালকাঠি জেলার ৯টি কেন্দ্রের ৬ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৮২৪ জন, মানবিকে ৩ হাজার ৭০৮ জন এবং বানিজ্য বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করবে ২ হাজার ১৮ জন পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মুহাম্মদ আলমগীর জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে এ বছর আরো ২১টি নতুন কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছরের ৭৭ টি কেন্দ্রসহ এ বছর মোট ৯৮টি কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।