আর্কাইভ

বরিশালে বিনামূল্যে ৪৫ মন জাটকা ইলিশ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের কীর্তনথোলা নদীতে সোমবার রাতে অভিযান চালিয়ে লঞ্চ থেকে ৪০ মন জাটকা উদ্ধার করেছে কোষ্ট গার্ডের সদস্যরা। একইদিন রাতে নগরীর পোর্ট রোডের মৎস্য আড়ৎ থেকে ৫ মন জাটকা ইলিশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উদ্ধারকৃত জাটকা ইলিশ নগরীর বিভিন্ন এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে বন্টন করে দেয়া হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ডের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ঢাকাগামী এম.ভি জামাল লঞ্চ থেকে প্যাকিং করা অবস্থায় ৪০ মন জাটকা ইলিশ উদ্ধার করে। অপরদিকে নগরীর পোর্ট রোডের জাহাঙ্গীরের মৎস্য আড়ৎ থেকে ৫ মন জাটকা ইলিশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যমাত জানান, গত ১ নবেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। তবে মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কতিপয় অসাধু জেলেরা জাটকা শিকারে মরিয়া হয়ে ওঠে। তাই কোস্টগার্ড, থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত এ অভিযান শুরু করেছে।

আরও পড়ুন

Back to top button