নিজস্ব সংবাদদাতা ॥ আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার শেষ মুহুর্তে বরিশাল জেলার ৫টি কেন্দ্রের চার হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্রে ত্র“টি ধরা পরেছে। চলতি সপ্তাহ থেকে বিতরনকৃত এসএসসি’র প্রবেশপত্রের লেভেলে এইচএসসি’র বিন্যাস (ফরম্যাট) ব্যবহার করে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরন করা হয়। এ ত্র“টিপূর্ণ প্রবেশপত্র হাতে পেয়ে চরম হতাশায় পরেন শিক্ষার্থীরা। বিষয়টি ধরা পড়ার পর ভুলছাপানো প্রবেশপত্র ফেরত নিতে শুরু করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ত্র“টি ধরা পড়া^ বিদ্যালয়ের প্রধানকে প্রবেশপত্র ফেরত দিয়ে নতুন প্রবেশপত্র নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও প্রবেশপত্র তৈরির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকার মনজপুল পেপারের বিল বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ত্র“টিধরা পরা কেন্দ্রগুলো হচ্ছে বরিশালের উজিরপুর, ধামুরা, গৌরনদী, হাবিবপুর ও মুলাদী। ওই ৫টি কেন্দ্রে প্রায় ৪ হাজার শিক্ষার্থী রয়েছে।