নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর আমানতগঞ্জ এনায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক মুন্সীর (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর ৩নং ওয়ার্ড হোসনাবাদ গাউরসার এলাকার বাসা থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার জানান, প্রতিবেশীরা সকাল সাড়ে দশটার দিকে ওই স্কুল শিক্ষকের নিজ ঘরে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক মোজাম্মেল হক মুন্সীর বসত ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, জমিজমা নিয়ে ওই শিক্ষকের ভাইয়ের ছেলেরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।