আর্কাইভ

গভীর রাতে বরিশাল পুলিশের ব্যাপক মহড়ায় নিস্ফল জামায়াত গ্রেফতার অভিযান

বরিশাল সংবাদদাতা ॥ জামায়াত শিবিরের নাশকতা রুখতে বরিশাল নগরীতে মঙ্গলবার গভীর রাতে বিশাল পুলিশের বহর নিয়ে মহড়া দিয়েছে শীর্ষ কর্মকর্তারা। একই সাথে বিভিন্ন থানার ওসি এবং সাব- ইন্সপেক্টরদের নেতৃত্বে জামায়াত-শিবির নেতা-কর্মীদের গ্রেফতারে অভিযান চলে। তবে রাত ১ টা পর্যন্ত কাউনিয়া থানা পুলিশ ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হারুন অর রশিদকে গ্রেফতার করেছে। তখন অপর ওয়ার্ডের নেতা সামাদের বাসায় অভিযান চলছিল। বিমান বন্দর থানা পুলিশ সে পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আর কোতয়ালী পুলিশ এর এক পিএসআই রুপাতলী এলাকা থেকে আরিফুর রহমান নাসির নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে। এ ছাড়া তেমন কোন গ্রেফতার নেই।
রাত সাড়ে ১২ টায় এক যোগে পুলিশ লাইন্সের সব পিক-আপ নিয়ে আসা হয় সদর রোডে। সদর রোডের প্রান কেন্দ্রে গাড়ি গুলো সাজিয়ে রাখার পর তাতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা ও পোষাকধারী পুলিশ সদস্য উঠে নগর চষে বেড়ান। বিশ্বস্থ সূত্রে জানাগেছে জামায়াত ইসলামীর মহানগর আমীর এ্যাডভোকেট মোয়াযম হোসাইন হেলাল ও সেক্রেটারী জেনারেল আমিরুল ইসলাম খসরুকে গ্রেফতার করার জন্যই বিশাল পুলিশ বাহিনী গভীর রাতে জড়ো করা হয়েছিল। যদি পুলিশের শীর্ষ কর্মকর্তারা এ তথ্যের সাথে ভিন্নমত পোষন করে বলেছেন গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিত্বে নাশকতার আশংকায় নগরীতে তারা বিশেষ মহড়া দিয়েছেন। এ মহড়া ও বিশেষ নজরদারী জামায়াতের বিক্ষোভ কর্মসূচী চলা পর্যন্ত অব্যাহত থাকবে। তারা কোন জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতারের জন্য কোথাও অভিযান চালাননি বলে পুলিশের একাধিক  শীর্ষ কর্মকর্তারা জানান।

আরও পড়ুন

Back to top button