বরিশাল সংবাদদাতা ॥ শিক্ষা জাতীয়করনের ১ দফা দাবিতে অনির্দিস্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। আগামী ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান শিক্ষক নেতারা। তবে আগামী ২ ফ্রেব্র“য়ারী থেকে ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান সহ নানান ধরনের কর্মসূচী ঘোষনা করা হয়। সাংবাদিক সম্মেলনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, বাকশিস সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ খান, রেজাউল করিম, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।