নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করনে গতকাল বুধবার সকালে মাহিলাড়ায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক দেবাংসু কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্লান প্রোটেকশন বিশেষজ্ঞ রমেন্দ্র নাথ বাড়ৈ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তৌহিদীন ভূইয়া, উপসহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম প্রমূখ। সমাবেশে গুটি ইউরিয়া ব্যবহার পদ্ধতি, সারিতে চারা রোপন, আম গাছে প্রতিরোধক স্প্রে, সুষম সার ব্যবহার সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন ও সচেতন করা হয়।