নিজস্ব সংবাদদাতা ॥ পুলিশ পরিচয়ে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসি তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের গৌরনদী থানা সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
পুলিশ জানায়, ওই স্কুলের বারান্দায় প্রতিদিনের ন্যায় ভিক্ষাবৃত্তি শেষে বুধবারও রাত্রী যাপনের জন্য আশ্রয় নেয় আদম আলী (৭০) নামের এক ভিক্ষুক। ওইদিন রাত সাড়ে দশটার দিকে স্থানীয় বখাটে গোপাল শীল (৩৫), মিজানুর রহমান (১৭) ও হৃদয় দাস (১৬) গৌরনদী থানার ওসি পরিচয় দিয়ে ভিক্ষুক আদম আলীকে ঘুম থেকে ডেকে তুলে। তারা ভিক্ষুকের কোমড়ে থাকা থলে তল্লাশী করে ১৮ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভিক্ষুক আদম আলীর ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে তাদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। গতকাল বৃহস্পতিবার ওই তিনজনকেই আদালতে সোর্পদ করা হয়েছে।