আর্কাইভ

বরিশালে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা ॥ কোনো প্রকার বাঁধা ছাড়াই শনিবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। বগুড়ায় জামায়াত-শিবিরের ৫ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

শনিবার সকাল আটটায় নগরীর পোর্টরোড মৎস্য বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে হাটখোলা হকার্স মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর বদরুল রহমান বাচ্চু, ভারপ্রাপ্ত সেক্রেটারী মতিউর রহমান, মহানগর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ। মিছিল চলাকালে ওই এলাকায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

আরও পড়ুন

Back to top button