Menu Close

আগৈলঝাড়ায় মোসলেম চাঁন (রা) মাজারে বার্ষিক ওরশ উৎযাপন

মণীষ চন্দ্র বিশ্বাস ॥ শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে ভাল্লকশী গ্রামে গাউছুল আজম হযরত বড়পীর শেখ সৈয়দ আব্দুল কাদীর জিলানী গাউছুল আজম, হযরত মাওলানা কাজী মোসলেম চাঁন শাহ্ (রা) এর স্মরনে তার মাজারে ৩৭ তম বার্ষিক ওরশ মোবারক উৎযাপন হয়েছে। এ উপলক্ষে মাজার সংলগ্ন বিশাল প্যান্ডেলে স্থানীয় এবং দেশের বিভন্ন স্থান থেকে মোসলেম চাঁন এর ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। রাতে আগতদের উদ্দেশে ধর্মীয় বয়ান প্রদান করেন, মাওলানা কাজী দেলোয়ার হোসেন রেজভী, হযরত মাওলানা শফিকুল ইসলাম শাহ্ আলকাদরী, মাওলানা কাজী সরোয়ার, মাওলানা সোহারাফ হোসেন, অনুষ্ঠান পরিচালনা ছিলেন, নেছার উদ্দিন চাঁন, ভক্তদের সার্বিক ক্ষেতমতে গোলাম মাওলা মৃধা দায়ীত্ব পালন করেন।

Related Posts