নিজস্ব সংবাদদাতা ॥ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলার ৯৭টি কেন্দ্রে রবিবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে মোট ৬৩ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এরমধ্যে ছাত্র ৩১ হাজার ৫’শ ৩ জন এবং ছাত্রী ৩২ হাজার ১’শ ৫৫ জন। এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের ৭২ সদস্য বিশিস্ট ১৩টি ভিজিলেন্স টিম পরীক্ষার সার্বিক তদারকি করছেন। পরীক্ষা শুরুর পর থেকে কেন্দ্রগুলোর সম্মুখে ছিলো অভিভাবকদের উপচে পড়া ভীড়।