নিজস্ব সংবাদদাতা ॥ বিএসসি ইন হেলথ টেকনোলজি সনদপ্রাপ্তদের বিডিএস (ডেন্টাল সার্জন) সমমর্যাদায় উত্তীর্ণ করার সরকারি প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল রবিবার সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। অপরদিকে একই দাবিতে রবিবার সকাল থেকে সারাদেশের ন্যায় অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন শেবাচিম হাসপাতালের ডেন্টাল বহির্বিভাগের চিকিৎসকেরা।
জানা গেছে, রবিবার সকাল ১০টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- সরকার ডেন্টাল টেকনোলজিস্টদের কোর্স নাম পরিবর্তন করার সিন্ধান্ত প্রত্যাহার না করলে কোন ডেন্টাল শিক্ষার্থীরাই ক্লাশে ফিরে যাবে না। তারা দাবি করেন- প্রকৃতপক্ষে ডেন্টাল টেকনোলজিস্টদের ডাক্তার হওয়ার কোন যোগ্যতাই নেই। এরপরেও তাদের ডাক্তার পদমর্যদা দেয়ায় মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে পাশ করা ডাক্তারদের কোন মূল্যই থাকছেনা। মানববন্ধন শেষে ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। অপরদিকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত দেশের সকল ডেন্টাল কলেজ হাসপাতালগুলোর সাথে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডেন্টাল বহির্বিভাগের চিকিৎসকেরাও কর্মবিরতিতে থাকবেন বলে জানিয়েছেন।