বরিশাল বিএম কলেজ ছাত্র আন্দোলনে অচল ॥ ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও অনশন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিএম কলেজের অধ্যক্ষকে খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে বদলী করার প্রতিবাদে ছাত্র আন্দোলনের মুখে অচল হয়ে পরেছে বিএম কলেজের শিক্ষা কার্যক্রম। গত বুধবার থেকে গতকাল রবিবার পর্যন্ত কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রশাসনিক ভবনসহ সকল বিভাগে তালা, সকল পরীক্ষা ও ক্লাস বন্ধ করে দেয়া এবং সড়ক অবোরোধসহ নানা কর্মসূচী পালন করে আসছে শিক্ষার্থীরা। অধ্যক্ষের বদলীর আদেশ প্রত্যাহার করা না পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার কলেজ প্রাঙ্গন বিএম কলেজ-নথুল্ল¬াবাদ সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগসহ দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও অনশন করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। এ ব্যাপারে বিএম কলেজ ছাত্র সংসদ বাকসু’র জিএস নাহিদ সেরনিয়াবাত বলেন, বিএম কলেজের অধ্যক্ষ দেশের যে কোন কলেজের অধ্যক্ষ হওয়ার যোগ্যতা রাখে। আর এ কলেজের অধ্যক্ষকে বিএল কলেজের অধ্যক্ষ করা বিএম কলেজের জন্য অপমান জনক। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত সাধারন ছাত্রদের আন্দোলন অব্যাহত থাকবে। আর এ আন্দোলনে বাকসুর সমর্থন থাকবে। একই কথা জানিয়েছেন, বিএম কলেজ ছাত্র সংসদ বাকসু’র ভিপি মঈন তুষার। তিনি বলেন, তাদের দাবি মানা না হলে কলেজ অচল করে দেয়া হবে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসকে খুলনা বিএল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে বদলীর আদেশ জারি হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিএম কলেজের শিক্ষার্থীরা।