গণতন্ত্রকে সমর্থন দিলে ঈমান নষ্ট হবে -চর মোনাইর পীর

নিজস্ব সংবাদদাতা ॥ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মতবাদ ও দর্শণ চালু আছে। যারমধ্যে অন্যতম গণতন্ত্র, সমাজতন্ত্র, ধণতন্ত্র, ইসলামতন্ত্র ও একনায়কতন্ত্র উল্লেখযোগ্য। যদি গণতন্ত্রে শান্তি আসতো তা হলে ভারত ও আমেরিকা, সমাজতন্ত্রে রাশিয়ায় শান্তি আসতো। কিন্তু কোথাও শান্তি নেই। রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে। শান্তি আছে শুধু ইসলাম শাসনতন্ত্রে। তাই গণতন্ত্রকে সমর্থন দিলে ঈমান নষ্ট হবে। আপনারা ইসলামের শাসনতন্ত্র কায়েম করুন। পাঁচ মিনিটের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর গদিনশীন পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম। গতকাল রবিবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ওলামা সন্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আগৈলঝাড়া উপজেলা সভাপতি মাওলানা আবু ইসহাক আশরাফী।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর গদিনশীন পীর  হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম আরো বলেন, দেশে ইসলামী শাসন কায়েম করার জন্য সকল মুসলমানকে একত্রিত হতে হবে। কোটালীপাড়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ ইয়াহিয়া বলেন, প্রধানমন্ত্রী হিজাব পরে প্রায়ই বলেন, হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করেন। অথচ নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ইসলামের আদর্শ কায়েম করবেন। অথচ ইসলামী আইনের কোন বিল পাশ না করে তিনি নারীর স্বাধীনতার বিল পাশ করছেন। বক্তারা আরো বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকারমে একজন মূর্খকে বসানো হয়েছে। ওলামা সন্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লাম্মা নুরুল হুদা ফয়েজি, বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আশরাফ আলী, ঢাকা কাউয়ার চর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাসেলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাখা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করায় আহ্বান জানান। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাইর গদিনশীন পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সুলতান সরদারের সভাপতিত্বে পয়সারহাট পূর্বপাড় এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ নছিয়ত করেন।