নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে সৌদি রিয়ালসহ দু’প্রতারক ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গতকাল রবিবার দুপুরে র্যাব-৮-এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নগরীর সাগরদী মেডিকেল কলেজ ক্যাম্পাসের সম্মুখ থেকে খলিল হাওলাদার (৫০) ও আব্দুল কুদ্দুস মৃধাকে (৩৫) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ৫০ টাকা মূল্যমানের সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন উপজেলার সহজ সরল লোকদের কম টাকায় সৌদি রিয়াল দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃত খলিল বরগুনা জেলার আমতলী থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোবারক হাওলাদারের পুত্র। আব্দুল কুদ্দুস মৃধা পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাশবুনিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। অপরদিকে র্যাব সদস্যরা শনিবার রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকা থেকে ,াদক ব্যবসায়ী সেলিম বেপারী ওরফে কুট্টিকে (৩৮) ছয় গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। সেলিম পশ্চিম কাউনিয়া ১নং ওয়ার্ডের মৃত হাসেম বেপারীর পুত্র। উভয় ঘটনায় র্যাব সদস্যরা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।