আর্কাইভ
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,
যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি
সেই ফুলেরই পাপড়িগুলো ঝড়ে পরে না
মুগ্ধ করা তাহার সুবাস কভু শেষ হয় না
সেই সুবাসে ব্যকুল হয়ে গাই তোমারই গীতালি
মনের ক্বাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি
তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি
কবি ও কবির সাথে গড়ে তাহার মিতালি….