নিজস্ব সংবাদদাতা ॥ ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে গতকাল সোমবার বিকেলে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহাগর জামায়াতের নেতা-কর্মীরা।
বিকেল তিনটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশের অয়োজন করা হয়। মহানগর জামায়াতের আমীর এ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত নেতা অধ্যাপক হাবিবুর রহমান, পশ্চিম জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক হাবিবুর রহমান, জামায়াত নেতা বজলুর রহমান বাচ্চু প্রমুখ।