নিজস্ব সংবাদদাতা॥ বরিশালে নিজঘর থেকে স্কুল শিক্ষক মোজাম্মেল হক মুন্সীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার সাতদিন পর হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পুত্র শামিউল হক সজীব। বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে গতকাল সোমবার মামলা দায়েরের পর বিচারক জাহিদুল কবির মৃত মোজাম্মেল হক মুন্সীর ময়না তদন্ত রিপোর্ট আদালতে তলব করেছেন। মামলায় অভিযুক্তরা হচ্ছেন মোজাম্মেল হক মুন্সীর ভাইয়ের পুত্র মাহবুব হোসেন, মাহতাব হোসেন, আলো বেগম ও মামুনুর রশিদ।
মামলায় অভিযোগ করা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে অভিযুক্তরা মোজাম্মেল হক মুন্সীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যাকান্ডকে আত্মহত্যা বলে এলাকায় রটিয়ে দেয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দুপুরে নগরীর আমানতগঞ্জ এনায়েতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মুন্সীর লাশ তার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।