কাদের মোল্লার রায়ে আগৈলঝাড়ায় আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের মধ্যে ৫টিই প্রমাণিত হওয়ায় তাকে  দু’টিতে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩টিতে ১৫ বছরের জেল দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। গতকাল মঙ্গলবার সকালে জনাকীর্ণ আদালতে কাদের মোল্লার মামলার রায় তিনটি অংশে ভাগ করে পড়ে শোনান ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মজিবুর রহমান মিঞা ও বিচারক শাহীনুর ইসলাম।  ট্রাইবুনালের রায় ঘোষনার পর বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্দ্যোগে দুপুরে আনন্দ মিছিল বের করে।  ওই মিছিলে হরতাল বিরোধি শ্লোগান দেয় নেতা কর্মিরা। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রি, সেচ্ছাসেককলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সহ সভাপতি আবু সালেহ লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা ট্রাইবুনালের রায়কে যুগান্তকারি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে মানবতা বিরোধিদের রায় কার্যকরের আবেদন জানিয়ে  আওয়ামীলীগ মিষ্টি বিতরণ করেছে।