নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লা থেকে সোমবার রাতে ইয়াবা ও গাঁজাসহ লোকমান সরদার (১৫) নামের এক কিশোর বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ওই মহল্লার মহিউদ্দিন সরদারের পুত্র লোকমান (১৫) সোমবার রাত নয়টার দিকে পালরদী স্কুল রোডে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলো। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা লোকমানের শরীর তল্লাশী করে ছয় পিচ ইয়াবা ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত লোকমান জানায়, একই এলাকার সিরাজ সরদারের পুত্র সাইফুল সরদার তার কাছে ইয়াবা ও গাঁজা রাখতে দিয়েছিলো।