কলেজের প্রথম ক্লাশ করা হলো না মেধাবী ছাত্র কিশোর বাড়ৈর

নিহত কিশোরের পিতা আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের কালিপদ বাড়ৈ জানান, তাদের অভাবের সংসারে তিন কন্যা ও ১ পুত্র সন্তানের মধ্যে কিশোর সবার বড়। বড় ছেলে হিসেবে মাঝে মধ্যে সংসারের হাল ধরার জন্য পড়ালেখার ফাঁকে কিশোর তার সাথে কাঠ মিস্ত্রির কাজ করতো। স্থানীয় রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয় থেকে কিশোর বাড়ৈ কৃত্তিতের সাথে এবার এসএসসি পাশ করে। উচ্চ শিক্ষার আশায় তার (কালিপদর) একমাত্র দুগ্ধ গবাদি পশু  বিক্রি ও স্থানীয়দের কাছ থেকে ধারদেনা করে গত ২৬ জুন পাশ্ববর্তী কালকিনি উপজেলার ডাসার সৈয়দ আতাহার আলী কলেজে একাদশ শ্রেনীতে কিশোরকে ভর্তি করে। কলেজের পার্শ্বেই মামা বাড়িতে থেকে কিশোর পড়াশুনা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার ছিলো কিশোরের কলেজের প্রথম ক্লাশ। ওই ক্লাশে যোগদানের জন্য বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রাম থেকে বাইসাইকেলযোগে মামা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে গৌরনদীর নাঠৈ নামকস্থানে পৌঁছলে মালবাহি ট্রাকের (ঢাকা-মোট্রো-১১-৪০৬২) চাকায় পৃষ্ঠ হয়ে কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও ড্রাইভার নাসিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরের পিতা কালিপদ বাড়ৈ বাদি হয়ে মামলা দায়ের করেছে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে ও ট্রাক ড্রাইভারকে আদালতে প্রেরন করা হয়েছে।