আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ন কসমেটিক্স সামগ্রী পুড়িয়েছে আদালত

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়ায় ওজন ও পরিমাপে কম দেয়া, মেয়াদ উত্তীর্ন খাবার ও কসমেটিক্স বিক্রিসহ ভেজাল খাবার বিক্রির অভিযোগে গতকাল বুধবার নয়টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদোত্তীর্ন বিপুল পরিমান কসমেটিক্স উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র পয়সারহাটে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের ব্যবসায়ী দীপক আইচ, তপন আইচ, মৃনাল কান্তি রায়, জুরান হালদার, যতিন মধু, হেমায়েত শিকদার, ফিলিপ রায়, মনোতোষ ও অশ্র“ মোল্লার কাছ থেকে নগদ ৮ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও যতিন মধুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন কসমেটিক্স উদ্ধার করে জন সম্মুখে তা পুড়িয়ে দেয়া হয়েছে।