বরিশালে হরতালে মাঠে দাড়াতেই পারেনি জামায়াত-শিবির

বরিশাল সংবাদদাতা ॥ বরিশালে পুলিশ কঠোর অবস্থানে আজ বুধবার হরতালে মাঠে দাড়াতেই পারেনি জামায়াত-শিবির। ভোর থেকে হরতাল সমার্থকরা বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর, সাতমাইল, রুপাতলী, লাকুটিয়াসহ বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করার চেষ্টা করলেও আইনশৃংখলাবাহিনী ও সরকারী দলের নেতাকর্মীদের তৎপরতায় তা ভন্ডুল হয়ে গেছে। সকালে সাতমাইল এলাকায় পিকেটিংকালে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

নগরীর সিএন্ডবি রোড ১নং পুলের কাছে সকাল ৬টায় শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল শুরুর চেষ্টা করলে পুলিশ উপস্থিতিতে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন মহানগর শিবির সভাপতি আবদুল্লাহ-আল নাহিয়ান। একই সময় বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল নামক স্থানে পিকেটিংকালে ইসলামী ছাত্রশিবিরের কর্মী জহিরুল ইসলাম বেল্লাল(২০) নামে এক যুবককে পুলিশ অটক করে।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মোঃ শহিদুল্লাহ এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। একইভাবে দুপুরে নগরীর রুপাতলী ও লাকুটিয়া সড়কে জামায়াত-শিবির মিছিলের চেষ্টা করলে পুলিশী বাধায় তা এগুতে পারেনি।

নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সকাল ৭টায় আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে আজ দ্বিতীয় দিনের হরতালেও জনমনে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করায় দিনের প্রথম প্রহরে প্রধান প্রধান সড়কগুলিতে সাধারন মানুষের চলাচল ছিল সীমিত। নগরীর অভ্যন্তরে কিছু রিক্সা এবং অটোরিক্সা চলাচল করলেও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ ছিল অভ্যন্তরীন এবং দুরপাল্লা রুটের বাস চলাচল।