বরিশাল বিএম কলেজে যোগ দিতে পারেনি নতুন অধ্যক্ষ

নিজস্ব সংবাদদাতা ॥ দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বজ্রমোহন (বি.এম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসকে গত ৩০ জানুয়ারি বদলী করে খুলনা বি.এল কলেজের বিভাগীয় প্রধান করার আদেশ জারি হওয়ার পর থেকে উত্যপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস এলাকা।

জানা গেছে, অধ্যক্ষ ননী গোপাল দাসকে বি.এম কলেজে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা কলেজের প্রতিটি ভবনে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বিক্ষোভ কর্মসূচীসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। তারই ধারাবাহিকতায় সপ্তম দিনের মতো গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিএম কলেজের তিনটি গেটে তালাবদ্ধ করে ক্যাম্পাসের সম্মুখে নতুল্লাবাদ-সদর রোড সড়কে টায়ারে অগ্নিসংযোগসহ লাঠিসোটা নিয়ে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রধান ফটকগুলোতে তালা ঝুলিয়ে রাখার ফলে চরম বিপাকে পরতে হয়েছে বি.এম কলেজে ভর্তিইচ্ছুক ছাত্র-ছাত্রীদের। ফলে দেয়াল টপকিয়ে কলেজে প্রবেশ করতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।

বিএম কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন অধ্যক্ষ ড. শংকর দত্ত স্ব-শরীরে কলেজে যোগদান করতে পারেননি। তবে ফ্যাক্সের মাধ্যমে তিনি (শংকর দত্ত) কলেজে যোগদান করেছেন বলেও ভাইস প্রিন্সিপাল উল্লেখ করেন। বিএম কলেজ কর্মপরিষদের ভিপি মঈন তুষার জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।