নিজস্ব সংবাদদাতা ॥ মঙ্গলবারের হরতালে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাসে ভাংচুরের ঘটনায় মহানগর জামায়াতের আমীরসহ দেড়’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানায় মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহ আলম।
মামলায় মহানগর জামায়াতের আমীর এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চুসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো এক’শ থেকে দেড়’শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এছাড়া নগরীর রূপতলী এলাকায় বাস ভাংচুরের সময় স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা নগরীর ১৩নং ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ, কর্মী মোঃ ইলিয়াস হাওলাদারকে ওই মামলায় আসামি করে গতকাল বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।