Menu Close

মোল্লা নিয়ে বিপত্তি

নিজস্ব সংবাদদাতা ॥ মোল্লা বংশ নিয়ে দেখা দিয়ে চরম বিপত্তি। আমি মোল্লা বংশের লোক ঠিকই, কিন্তু কাদের মোল্লা আমাদের বংশের লোক নয়। এমনই বুলি শোনা গেছে শুক্রবার সকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে।

জানা গেছে, স্থানীয় পত্রিকার এক সংবাদ কর্মী নাম তার আমিন মোল্লা। তাকে অপর এক সংবাদকর্মী প্রেমানন্দ ঘরামী ডাক দিয়েছেন শুধু মোল্লা নাম ধরে। অমনি তিনি চেচিয়ে বলে ওঠলেন আমি মোল্লা বংশের লোক ঠিকই, কিন্তু রাজাকার কাদের মোল্লা আমাদের বংশের লোক নয়। একই ভাবে জানালেন, ঘটনাস্থলে উপস্থিত আগৈলঝাড়ার আরেক সংবাদ কর্মী বাবু মোল্লা। বিষয়টি নিয়ে তাৎক্ষনিক ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Posts