নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে দুই রাউন্ড গুলি ও একটি হকিস্টিকসহ মুনির হোসেন রুমন (২৯) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে নগরীর লাকুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গতকাল শুক্রবার র্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আটককৃত রুমন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের পুত্র। র্যাবের একটি টহল দল লাকুটিয়া এলাকা অতিক্রমকালে র্যাবের গাড়ি দেখে সন্ত্রাসী রুমন ও তার সহযোগীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে রুমনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে তার বসত ঘর থেকে দুই রাউন্ড পিস্তলের গুলি ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।