বরিশালের একাত্তর মঞ্চ দাবি একটাই ‘ফাঁসি চাই’

নিজস্ব সংবাদদাতা ॥ কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বরিশাল নগরীতে একাত্তর মঞ্চ নির্মান করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের ওই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান নিয়ে সমাবেশ, পথসভাসহ প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।

শুক্রবার সকালে এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র শওকত হোসেন হিরন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহানারা আব্দুল্লাহ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সেক্টর কমান্ডার ফোরামের জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যতিত্ব শান্তি দাস, আজমল হোসেন লাবু, শুভংকর চক্রবর্তী, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল ছাত্র সংগঠন, জাসদ, বাসদ, স্বেচ্ছাসেবক লীগ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ ২৭টি সংগঠনের শিল্পীরা একাত্তর মঞ্চে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।

নগরীর ব্যস্ততম সদর রোড জুড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চিত্রাংকন করা হয়। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ সমাবেশ অব্যাহত থাকবে। যতোক্ষন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দন্ডাদেশ কার্যকর করা না হবে ততোক্ষন তারা এ মঞ্চে অবস্থান করবেন বলেও উল্লেখ করেন।