যৌণ হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন করায় বরিশালে বখাটেদের হামলায় যুবক আহত – আটক-৪

নিজস্ব সংবাদদাতা ॥ সপ্তম শ্রেনীর ছাত্রীকে যৌণ হয়রানী করার প্রতিবাদে বখাটেদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে নেতৃত্ব দেয়ায় জামাল হোসেন নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো স্থানীয় বখাটে যুবক মেহেদী হাসান ও তার সহযোগী মামুন, সুজন ও আলমগীর হোসেন। কলেজ অধ্যক্ষ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে যৌণ হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে বখাটেদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে করে বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে।