Menu Close

বেগম জিয়ার নামে রাস্ট্রদ্রোহের মামলা – বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল সংবাদদাতা ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কাকলী মোড় এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা রাজা হারুন অর রশীদের সভাপতিত্ব্ অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা এ্যাড. সাইয়্যেদ আহমেদ মধু, মাকসুদ আলম বেগ, কেন্দ্রীয় যুবদল নেতা মোমেন সিকাদার, ছাত্রদল নেতা জি.এম আতায়ে রাব্বি, নুরুল আমিন কয়েস, আমিনুল ইসলাম লিপন, খান মোঃ আনোয়ার, নাজমুল আহসান ছগির, মুসফিকুল হাসান মাসুম, জাবের আব্দুল্লাহ সাদি, ইয়াসিন আরাফাত মিন্টু, সাইফুল ইসলাম সুজন, কাইউম রেজওয়ান, এ্যাড. তারেক আল ইমরান প্রমুখ। সমাবেশে বক্তারা বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

Related Posts