আর্কাইভ

বরিশালে পুত্র হত্যার অভিযোগে মায়ের মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ পুত্র হত্যার অভিযোগে ঘটনার মাত্র একদিন পর গতকাল শনিবার সকালে মা সুফিয়া বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে পুত্রবধূসহ তিনজনকে। ঘটনাটি বরিশালের বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ী গ্রামের।

পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী ওই গ্রামের বাবুল হোসেন বেপারী (৩৬) গত শুক্রবার ভোরে নিজগ্রামে বেড়াতে আসে। ওইদিন সকালে পারিবারিক কলহের জেরধরে বাবুলের সাথে তার স্ত্রী পিয়ারা বেগম ও তার (পিয়ারার বড় বোন) নাছিমা এবং তার স্বামী আবুল বাসারের ঝগড়া হয়। নিহত বাবুলের মা সুফিয়া বেগম অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে উল্লেখিতরা তার পুত্র বাবুলকে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। থানা পুলিশ ওইদিন সকাল ১১টার দিকে বাবুলের গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ বরিশাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বাবুলের মা সুফিয়া বেগম বাদি হয়ে পুত্রবধু পিয়ারা বেগম, তার বোন নাছিমা ও তার স্বামী আবুল বাসারকে আসামি করে গতকাল শনিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

Back to top button