নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রাম থেকে মুন্নি আক্তার (২০) নামের এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর বারোটার দিকে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
বাবুগঞ্জ থানার এস.আই আবুল বাশার জানান, শনিবার সকালে মুন্নির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বাড়ির আঙ্গিনার একটি কাঁঠাল গাছ থেকে মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করে। মুন্নি ওই গ্রামের আরিফুর রহমানের কন্যা। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।