গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ॥ কসাই কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্ব্বস্থরের জনসাধারন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়।
সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থীরা সকাল দশটায় ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। বিকেল ৪টায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাসষ্ট্যান্ডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ চত্বরে সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলাউদ্দিন বালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর সভার মেয়র মো. হারিছুর রহমান হারিছ। সমাবেশ বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম.জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদস্য সচিব সৈয়দ মনিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকল, ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, গোলাম হাফিজ মৃধা, কাউন্সিলর সেলিনা বেগম, মায়া বেগম, প্রধান শিক্ষক হালিম বেপারী, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, যুবলীগ নেতা আল আমীন হাওলাদার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বীপ প্রমুখ। শেষে পৌর সভার মেয়র মো. হারিছুর রহমান হারিছ স্বাধীনতার মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চ ঘোষনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।