নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া থানা পুলিশ গতকাল রবিবার সন্ধ্যায় তিন অপহৃতাকে উদ্ধার ও চার অপহরকারীকে গ্রেফতার করেছে।
থানার এস.আই মোস্তাফিজুর রহমান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় আরজি গ্রামের দুবাই প্রবাসী শহিদুল ইসলাম সম্প্রতি তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে দ্বন্ধের জেরধরে বরিশাল শহর থেকে লাভলীর বোনজামাতা জামাল হোসেনের নেতৃত্বে শনিবার রাতে প্রবাসী শহিদুল ইসলাম তার ভাই আবু হানিফ ও দ্বিতীয় স্ত্রী রিয়া বেগমকে অপহরন করে বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও অপহরনকারী জামাল হোসেনের বাড়িতে আটক করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিত্বে এ খবর পেয়ে থানা পুলিশ অপহৃতাদের উদ্ধার ও অপহরনের সাথে জড়িত বানারীপাড়ার জামাল হোসেন, মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের লাভলী বেগম, মিজানুর রহমান ও কামরুল ইসলামকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আবু হানিফ বাদি হয়ে থানায় গ্রেফতারকৃত চার জনকে আসামি করে অপহরন মামলা দায়ের করেছেন।