আর্কাইভ

উজিরপুরে বিয়ের দাবিতে যুবতীর আমরন অনশন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার কুচিয়ারপাড় গ্রামের প্রেমিকের ঘরে বিয়ের দাবিতে গত ছয়দিন ধরে আমরণ অনশন শুরু করেছে সঞ্জিতা মন্ডল নামের এক যুবতী। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, হারতা গ্রামের শুক্কুর মন্ডলের কন্যা সঞ্জিতা মন্ডলের (১৯) সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী কুচিয়ারপাড় গ্রামের হরেন বিশ্বাসের পুত্র রতন বিশ্বাসের। সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে রতন তার এক আত্মীয়র বানারীপাড়া উপজেলার কদমবাড়ি গ্রামের বাড়িতে সঞ্জিতাকে নিয়ে অবৈধ মেলামেশা করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিয়ের মাধ্যমে বিষয়টি নিস্ফত্তির জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেয়া সত্বেও তা মানতে রতন ও তার পরিবারের লোকজন অপরাগতা প্রকাশ করে। পরবর্তীতে গত ছয়দিন ধরে বিয়ের দাবিতে রতনের বাড়িতে আমরন অনশন শুরু করে সঞ্জিতা মন্ডল।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button