আর্কাইভ

উজিরপুরে ছাত্রলীগের কমিটি প্রত্যাখান সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে স্ব-ঘোষিত ছাত্রলীগের কমিটি প্রত্যাখান করে সোমবার সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে পদ বঞ্চিত ছাত্রলীগের একাংশের কর্মীরা।

জানা গেছে, হারতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে হওয়ার কথা থাকলেও গত ১০ ফেব্র“য়ারি কৃষ্ণ কান্ত পান্ডেকে সভাপতি ও মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়। গতকাল সোমবার এ খবর সর্বত্র ছড়িয়ে পরলে ত্যাগী ও নির্যাতিত ছাত্রলীগ কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে পদ বঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সোমবার বিকেলে ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে উজিরপুর-হারতা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুন

Back to top button