নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির কঙ্গাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার চাখার ইউনিয়নের চিরাপাড়া এলাকার সন্ধ্যা নদীর চর থেকে পুলিশ পচে কঙ্কাল হয়ে যাওয়া লাশটি উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে কঙ্কালের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
বানারীপাড়া থানার এস.আই মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে চাখার ইউনিয়নের চিরাপাড়া এলাকার সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তিদের কঙ্গাল উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কঙ্কালটি নারীদের হতে পারে।