নিজস্ব সংবাদদাতা ॥ মিছিলের সামনে যাওয়াকে কেন্দ্র করে সোমবার সকালে বরিশাল নগরীতে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, ত্বত্তাবধায়ক সরকার পূর্নবহালের দাবিতে গতকাল সোমবার সকাল দশটার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আবুল কালাম শাহিন, জিয়া উদ্দিন সিকদার, ছাত্রদল নেতা আবুল হাসান লিমন, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে মিছিলের সামনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়।