নিজস্ব সংবাদদাতা ॥ দেশকে ভালবেসে একমাত্র হৃদয় ও মনের টানে বরিশালের গৌরনদীর একঝাঁক সংবাদকর্মীরা শনিবার গভীর রাতে শাহবাগে পৌঁছেছেন। তারা তরুন প্রজন্মের সাথে একাত্বতা প্রকাশ করে আগামী দু’দিন শাহবাগের আন্দোলনে অংশগ্রহন করবেন।
জানা গেছে, গৌরনদী থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক আলোকিত সময়-এর ব্যানারে দশজন সংবাদকর্মীরা শনিবার রাত এগারোটার দিকে শাহবাগে পৌঁছে ওই রাতেই আন্দোলনে অংশগ্রহন শেষে গণস্বাক্ষর করেন। আলোকিত সময়ের বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস ও ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব জানান, আজ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত তারা শাহবাগের আন্দোলনে অংশগ্রহন করবেন।
অপরদিকে শাহবাগ আন্দোলনের অগ্নিকন্যা লাকীর ওপর অজ্ঞাতনামা দুস্কৃতকারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গৌরনদী উপজেলা শাখার আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। তিনি অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।