Menu Close

বরিশালে লোকলজ্জায় ধর্ষিতা যুবতীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের এক বাকপ্রতিবন্ধী যুবতী (১৮) লোকলজ্জায় বৃহস্পতিবার রাতে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এ নিয়ে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরলেও থানা পুলিশ বলছেন, লিখিত অভিযোগ না পেলে আমাদের কিছুই করার নেই। “শোনা মাত্রই ধর্ষণের মামলা নিতে হবে” উচ্চ আদালতের দেয়া এমন আদেশও কার্যকর হয়নি ধর্ষিতা যুবতীর বেলায়। উল্টো ধর্ষক ও তার ভাড়াটিয়া লোকজনদের অব্যাহত হুমকির মুখে চরম নিরপত্তাহীনতায় রয়েছেন ধর্ষিতার পরিবার।

ধর্ষিতার মা অভিযোগ করেন, তার বাকপ্রতিবন্ধী কন্যাকে (১৮) গত বুধবার সন্ধ্যা রাতে পুকুর পাড় থেকে টেনে হিঁচরে পাশ্ববর্তী বাগানে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করে একই গ্রামের আনোয়ার হোসেন মোল্লার বখাটে পুত্র সুজন মোল্লা। অভিযোগে আরো জানা গেছে, ধর্ষিতার গোঙ্গানীর শব্দ পেয়ে তার মা এগিয়ে আসলে ধর্ষক সুজন পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষক ও তার ভাড়াটিয়া লোকজনে ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। তাদের অব্যাহত হুমকির মুখে থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না ধর্ষিতার পরিবার। ধর্ষনের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে লোকলজ্জায় ধর্ষিতা যুবতী বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এস.আই আলী আহম্মেদ জানান, এ ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts