Menu Close

বরিশালে তৃতীয় দিনে আরো সাত শিক্ষার্থী অসুস্থ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিস্ফল বৈঠক

রাশেদ আহমেদ, স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ফিরে ॥  বরিশালে নার্সিং কালেজের শিক্ষার্থীদের আমরন অনশন কর্মসূচীর তৃতীয় দিনে আজ বুধবার আরো সাত শিক্ষার্থী গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে আন্দোলনরত ৪৩ জন শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পরেছে। এদের মধ্যে আট জনের অবস্থা আশংকাজনক।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মুর্মুর্ষ অবস্থায় তাদের অনশন কর্মসূচী চললেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো সুনির্দিষ্ট কোনো দাবি মেনে নেয়া হয়নি। তবে তাদের ছয়টি দাবির মধ্যে তিনটি দাবি মানা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। শিক্ষার্থীরা আরো জানান, এমন মৌখিক কিংবা সুর্নিষ্টিভাবে কোনো সমাধান না হওয়া পর্যন্ত তারা অনশন প্রত্যাহার করবেন না।

Related Posts